ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশি প্রকৌশলীদের জন্য মিশিগানে চাকরি মেলা

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৩ জুলাই ২০১৫

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় শহরে বাংলাদেশি প্রকৌশলীদের সংগঠন আয়োজন করেছে চাকরি মেলার।

আগামী ১৬ আগস্ট ট্রয় কমিউনিটি সেন্টারে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টর (আবিয়া) আয়োজনে জেনারেল মটরস, ফোর্ড মটরস, ফিয়েট- ক্রাইসলার ও অন্যান্য সাপ্লাইয়ার কোম্পানিসহ অন্যান্য চাকরি দাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

আয়োজকদের আশা, এ অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডাতে অবস্থানরত বাংলাদেশি যন্ত্র প্রকৌশলী (মেকানিক্যাল), বিদ্যুৎ প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল), কেমিক্যাল প্রকৌশলী গ্রাজুয়্যাট চাকরিপ্রার্থী ও চাকুরিদাতাদের কার্যকর ও সার্থক মিলন মেলা হবে ।

সকল চাকরি প্রার্থীদেরকে আগামী ১৫ আগস্টের মধ্যে জীবন বৃত্তান্ত সংগঠনের সাধারণ সম্পাদক আবু আশরাফের ই-মাইলে ([email protected]) পাঠানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে।

অনুষ্ঠানের বিস্তারিত সূচি এখনো প্রকাশ না হলেও এ সংগঠনের সাধারণ সম্পাদক আবু আশরাফ জানান,  জীবন বৃত্তান্ত লেখার কৌশলের উপর একটি ওয়ার্কশপ, এক্সপার্টদের ‘রিজিউম রিভিউ’, বিশেষজ্ঞ বক্তার বক্তব্য, চাকুরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিও এর ব্যবস্থা থাকবে।

প্রয়োজনে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য প্রস্তুত করতে মেন্টোর হিসাবে ওই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিশেষ সেশান এর ব্যবস্থা করা হবে। এ চাকরি মেলাতে অংশগ্রহণে চাকুরিপ্রারথীদের কোনো ফি দেয়া লাগবেনা বলেও জানান তিনি।

ফিয়েট ক্রাইসলার ব্যবস্থাপক ও সহসভাপতি সাদেক রহমান জানান, এ সংগঠনের মাধ্যমে এর আগে উল্লেখ্যযোগ্য সংখ্যক বাংলাদেশির চাকুরি হয়েছে। আর ‘আবিয়া’র আয়োজন মানেই পারিবারিক সম্মেলন।

এ চাকরি মেলাকে নতুন প্রকৌশলী ও সিনিয়রদের এক সার্থক মিলন মেলা বলে উল্লেখ করেন আয়োজক সংগঠনটির সভাপতি মনির উজ জামান । একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের সফল বাংলাদেশি ও এ দেশের বিভিন্ন সেকটরের চাকরিদাতাদের সঙ্গে মিলতে পারাকে নতুনদের জন্য বড় সুযোগ বলে মনে করেন তিনি।

ই- মেইল পাঠানোর ঠিকানা : [email protected] , অনুষ্ঠানের স্থান : ট্রয় কমিউনিটি সেন্টার রুম, নম্বার ৪০২, ৩১৭৯ লিভারনইয রোড, ট্রয়, মিশিগান।

এসকেডি/আরআই