নামেই বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস!
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) যাত্রীদের সেবায় স্পেশাল সার্ভিস চালু করলেও তা নাম মাত্রই। কাজে এর কোনো প্রতিফলন নেই। স্পেশাল সার্ভিসের কথা বলে এবারের ঈদে গাবতলীর মতো বাসস্ট্যান্ড থেকে বিআরটিসি’র বাস চলবে মাত্র ১৩টি।
বিআরটিসি’র উথলী বাস ডিপো (গাবতলী) সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।বিআরটিসি সূত্রে জানা গেছে, আগামী ১৪ জুলাই হতে ২০ জুলাই পর্যন্ত বিআরটিসি বাসের এ ঈদ স্পেশাল সার্ভিস পরিচালনার জন্য বিজ্ঞপ্তি আকারে প্রচার শুরু করে কর্তৃপক্ষ। এই ঈদ স্পেশাল সার্ভিসের জন্য টিকিটি বিক্রি শুরু হয় গত ১০ জুলাই। চলবে ১৬ তারিখ পর্যন্ত।
বিআরটিসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদে বিআরটিসির স্পেশাল সার্ভিস হিসেবে ঢাকা থেকে বিভিন্ন জেলায় ৫০০টি বাস এবং ঢাকার বাইরের জেলা হতে ৪০০টি বাস চলবে।
সূত্রে আরো জানা গেছে, ঢাকায় বিআরটিসির ডিপো রয়েছে ৬টি। সেগুলো হল- মতিঝিল, জোয়ারসাহার, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর ও মিরপুর দ্বিতল বাস ডিপো।
এ তথ্যানুযায়ী একক ডিপো হিসেবে বিআরটিসি’র উথলী বাস ডিপো (গাবতলী) হতে কমপক্ষে ৭০ থেকে ৮০ টি বাস ঈদ উপলক্ষে চলাচল করার কথা। এছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ বাস ডিপো এবং ঢাকা জেলার ফুলবাড়ীয়াস্থ সিবিএস-২ ডিপো তো থাকছেই।
কিন্তু গাবতলী ডিপো কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, এবারের ঈদে স্পেশাল সার্ভিস হিসেবে বাস চলবে মাত্র ১৩টি। কারণ হিসেবে তারা বলছেন, ঈদে চাকুরিজীবী উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ বিআরটিসির দ্বিতল বাসে চড়ে লং জার্নিতে যেতে চায় না। তারা ঈদ আসলে আগেভাগেই প্রাইভেট প্রতিষ্ঠানের বাসগুলোতে টিকিট কিনে নেয়। এক্ষেত্রে বিআরটিসির ভরসা গার্মেন্টস কর্মীরা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাবতলী ডিপোর ইউনিট প্রধান ও ম্যানেজার অপারেশন নূর ই আলম জাগো নিউজকে বলেন, বিআরটিসি’র উথলী বাস ডিপো (গাবতলী) থেকে বিক্রি হচ্ছে ঢাকা থেকে দিনাজপুর, রংপুর, নওগাঁ, কুষ্টিয়া ও ধামুরা যাওয়ার টিকিট। ১৪ তারিখ থেকে ২০ জুলাই পর্যন্ত আমাদের স্পেশাল সেবা সার্ভিস চলবে।
বিআরটিসির টিকিট যাত্রীরা কেন কিনছেন না জানতে চাইলে তিনি বলেন, দ্বিতল বাস। দূরের জার্নিতে কেউই এ বাসে উঠতে চান না। তবে এসি সংযুক্ত সিডিউল বাসগুলোতে যাত্রীর অভাব নেই।
আমাদের এখানে তুলনামূলক ভাড়াও কম। দ্বিতল বাসের ক্ষেত্রে গার্মেন্টস কর্মীরাই আমাদের আসল যাত্রী। ঈদের আগের দিন গার্মেন্টস ছুটির পর ওরা সাধারণত অন্য বাসে টিকিটও পায় না।
তবে তিনি বলেন, যাত্রীদের সাড়া বেশি মিললে বাস আরো নামানো হবে। পাটুরিয়া ও আরিচা রুটের জন্য যোগাযোগ মন্ত্রীর নির্দেশে ১০টি বাস স্ট্যান্ড বাই রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জেইউ/এসএইচএস/আরআইপি