ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঈদে মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না : ডিআইজি

প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৩ জুলাই ২০১৫

ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে কাউকে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। যদি কোনো সংস্থা যানবাহনে কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান উপস্থিত সাংবাদিকদের। তিনি বলেন, এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে দুটি ওয়াচ টাওয়ার উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল্লাহ, মোখলেছুর রহমান, জাকারিয়া, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সাবির্ক) সরাফত উল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিআইজি আরো বলেন, অন্যান্য বছরের মতো এবারো ঈদে ঘুরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘরমুখী মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারেন সে ব্যাপারে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। গত বছরের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সংশোধন করে এবার আরো কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। মহাসড়কে অপরাধ দমনে পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, শিমরাইল ও কাঁচপুরের কোথাও যানজট ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হলে তা ওয়াচ টাওয়ার থেকে চিহ্নিত করা হবে। পরে তা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোসেন চিশতী সিপলু/এমজেড/এমএস