রাজধানীতে ডাকাত ও ভুয়া পুলিশ আটক
রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভূয়া ডিবি পুলিশ ও ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
রোববার এ্যালিফেন্ট রোড থেকে গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশের সদস্যরা হলেন, আবু বকর সিদ্দিক, মো. আবুল হোসেন ও মো. শরীফ হোসেন ওরফে জনি। এ সময় তাদের কাছ থেকে ১ জোড়া হ্যান্ডকাপ, ১টি ওয়ারলেস সেট, ১টি মাইক্রোবাস ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা ২ থেকে ৩ বছর ধরে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা ও আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, রোববার রাতে উত্তরা এলাকা থেকে রন্টি ও আলমকে গ্রেফতার করা হয়। এর আগেও তারা চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পৃথক একটি ঘটনায় রোববার রাতে রমনার ইস্কাটন গার্ডেন এলাকা থেকে সাইফুল, মাসুম, রাসেল, সাদেক ও ইউসুফকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি চাঁপাতি, দুটি স্টিলের হ্যান্ডকাফ ও একটি লোহার হাতুরী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা রমনার দিলু রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানান মনিরুল ইসলাম।
গ্রেফতার সকলকে আদালতে পাঠানো হয়েছে, আদালত থেকে রিমান্ডে নিয়ে তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান মনিরুল ইসলাম।
এআর/এসআইএস/আরআইপি