ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

থার্টি ফার্স্টে সব বার বন্ধ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নতুন বছরের প্রথম প্রহর অর্থাৎ থার্টি ফার্স্ট (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর সব বার বন্ধ থাকবে। এদিন যেন কোথাও মাদক দ্রব্যের ব্যবহার না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ, গান-বাজনা-অনুষ্ঠান করতে দেয়া হবে না। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কিছু হবে সব ঘরের মধ্যে।

এর আগে ডিএমপি কর্মকর্তাদের জন্য নবনির্মিত শুটিং ক্লাবের উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান (প্রশাসন ও অপারেশন), জাবেদ পাটোয়ারী (স্পেশাল ব্র্যাঞ্চ), আবুল কাশেম (রেলওয়ে পুলিশ), নওশেরুজ্জামান (মানবসম্পদ), ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সহকারী আইজিপি, অলিম্পিক অ্যাসোসিয়েশন’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও শুটিং ক্লাবের প্রধান সিদ্দিকুর রহমান।

এআর/জেএইচ/আইআই

আরও পড়ুন