হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নিচে, আহত ৪
রাজধানীর হাতিরঝিলের মহানগর সংলগ্ন দুই নম্বর ওভারপাসের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের একজনকে মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারপাসের এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আতাউর রহমান জাগো নিউজকে জানান, একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে পাঠানো হয়েছে। গাড়িটি একটুর জন্য ঝিলে পড়েনি। এটি সড়কের পাশে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সৈয়দ আলী আহমদ জানান, আমি বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলাম। বিকট শব্দের পর হৈচৈ শুনতে পাই। সামনে গিয়ে দেখি গাড়িটির সামনের কাঁচসহ গাড়িটি পুরোপুরি ভেঙে গেছে। কয়েকজন মিলে আহতদের বের করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়িটি উদ্ধার করে।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ২ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৩ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৪ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৫ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’