ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিমানবাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর্স সনদ বিতরণ

প্রকাশিত: ১২:২৫ পিএম, ১২ জুলাই ২০১৫

বাংলাদেশ বিমানবাহিনীর ৪৯তম ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার বগুড়ার এরুলিয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর্স স্কুলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ বিতরণ করেন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।
 
সনদপত্র বিতরণকালে বিমানবাহিনী প্রধান বলেন, এই সনদ গ্রহণের মাধ্যমে কর্মকর্তারা প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হল। এরা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সঙ্গে গড়ে তুলতে সহায়তা করবে।
 
বাংলাদেশ বিমানবাহিনীর ১২ জন কর্মকর্তা এই কোর্সে অংশগ্রহণ করেন। এদের মধ্যে স্কোয়াড্রন লিডার মো. মেহেদী হাসান জিডি চৌকশ প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে ‘মফিজ ট্রফি’ লাভ করেন।
 
বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
এআর/একে/আরআইপি