ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ই-নথি কার্যক্রম চালু

প্রকাশিত: ১২:১৭ পিএম, ১২ জুলাই ২০১৫

দেশের ডিজিটাল কার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল পর্যায়ে চালু হল ই-নথি কার্যক্রম। রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দেয়া একটি ফাইল অনুমোদনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
 
এর ফলে মন্ত্রণালযের সঙ্গে মাঠপ্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সঙ্গে ই-নথি কার্যক্রম চালু করা সম্ভব হবে।
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, ই-নথি কার্যক্রমের প্রত্যাশিত নাগরিক সেবা প্রদানের পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
 
ইতোমধ্যে ই-নথির সফটওয়্যার ব্যবহারের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতরের প্রায় ২১০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে ই-নথি ব্যবহারের উপযোগী বাংলা ইউনিকোডের বিষয়ে প্রশিক্ষণ এবং জাতীয় ই-সেবা সিস্টেম ব্যবহারের জন্য আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
 
এআর/একে/আরআইপি