ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গাজীপুর মহাসড়কে আইপি ক্যামেরা স্থাপন

প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪

গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কে আইপি ক্যামেরা স্থাপন উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। বুধবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আইপি ক্যামেরা স্থাপন উদ্বোধন করেন তিনি।

হাসান মাহমুদ খন্দকার বলেন, ঈদুল আযহা ও দূর্গাপুজা উপলক্ষে যখন মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়, পথচারীর সংখ্যা বেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে আমরা প্রযুক্তি নির্ভর হওয়ার চেষ্টা করছি। কারণ প্রযুক্তির ব্যবহার করে আমরা আমাদের প্রতিবন্ধকতাগুলো অনেকাংশে কমিয়ে আনতে পারব।

পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, আইপি ক্যামেরা শুধু যানজট নিয়ন্ত্রণ নয়, এই প্রযুক্তি ব্যবহার করে মহাসড়কে  অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।  

এসময় আরও উপস্থিত ছিলেন- হাইওয়ে ডিআইজি আসাদুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান, জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।