সরকারি হজ গাইড নির্বাচন প্রক্রিয়া শুরু
সরকারি হাজিদের জন্য হজ গাইড নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) হাসান জাহাঙ্গীর আলমকে সভাপতি ও সহকারী সচিব বেগম হাসিনা শিরিনকে (হজ) সদস্য সচিব করে সাত সদস্যের কেন্দ্রীয় হজ গাইড নির্বাচন কমিটি গঠিত হয়েছে। আগামী ২৩ জুলাই বায়তুল মোকাররকম জাতীয় মসজিদের সভাকক্ষে হজ গাইড নির্বাচন কার্যক্রম শুরু হবে।
কমিটির সভাপতি হাসান জাহাঙ্গীর আলম রোববার জাগো নিউজকে জানান, পবিত্র হজ পালনের জন্য এ বছর সরকারিভাবে ১০ হাজার হাজি সৌদি আরবে যাবেন। সরকারিভাবে প্রতি ৪৫ জন হাজির জন্য একজন করে গাইড দেয়া হয়। যারা সরকারি হাজি যোগাড় করে থাকেন তাদের মধ্যে থেকে হজ গাইড নির্বাচন করা হয়। হজ গাইডরা হাজিদের টাকায় হজ করার সুযোগ পেয়ে থাকেন।
তিনি জানান, জেলা হজ গাইড নির্বাচন কমিটির মাধ্যমে প্রাথমিকভাবে হজ গাইডের তালিকা তৈরি হয়। এছাড়া ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি আবেদনপত্র নেয়া হয়। কেন্দ্রীয় হজ গাইড কমিটির সদস্যরা হজযাত্রী সংগ্রহের যৌক্তিক প্রমাণপত্র যাচাই-বাছাই ও আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে হজ গাইড নির্বাচন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ধর্ম মন্ত্রণালয়ে গতকাল পর্যন্ত শতাধিক আবেদনপত্র জমা পড়েছে। ২৩ জুলাইয়ের আগে আগামী কয়েক দিনে আরো গোট পঞ্চাশেক আবেদনপত্র জমা পড়বে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ১০ হাজার হাজির জন্য আড়াই শতাধিক হজ গাইডের মধ্যে সরকারি হাজি সংগ্রহ করেছেন এমন মাত্র ৬০ থেকে ৬৫ জন নির্বাচিত হবেন। বাকি গাইড মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচিত হবেন।
সাত সদস্যের কেন্দ্রীয় হজ গাইড নির্বাচন কমিটির অন্য সদস্যরা হলেন ড. মো.আবুল কালাম আজাদ (ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী), নাসির উদ্দিন আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন), ড. আবু সালেহ মোস্তফা কামাল, পরিচালক (হজ), আনোয়ার হোসেন (জনসংযোগ কর্মকর্তা) ধর্ম মন্ত্রণালয় ও মুফতি মো. মুহিবুল্লাহ হিল বাকি, পেশ ইমাম বায়তুল মোকাররকম জাতীয় মসজিদ।
এমইউ/বিএ/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে
- ২ সচিবালয়ে আগুন: তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে
- ৩ থার্ড টার্মিনাল প্রকল্পে ৪০০০ কোটি টাকা আত্মসাতের অনুসন্ধানে দুদক
- ৪ সাঁওতালপল্লিতে হত্যা-আগুনের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি
- ৫ দাবি পর্যালোচনা ও কমিটি গঠনের আশ্বাসে সড়ক ছাড়লেন ‘সহযোদ্ধা’রা