আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে রিহ্যাব নেতাদের সমবেদনা
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা।
বিশিষ্ট এই ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ শুনে শনিবার দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় অবস্থিত প্রাণ-আরএফএল সেন্টারে এসে তারা সমবেদনা জানান। এসময় রিহ্যাব প্রতিনিধিরা আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে শোক বইয়ে তাদের অনুভূতি লিপিবদ্ধ করেন।
আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে সমবেদনা জানাতে প্রাণ-আরএফএল সেন্টারে ছুটে আসেন রিহ্যাব পরিবারের সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক প্রবাল, অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজির চেয়ারম্যান এসএম আনোয়ার হোসাইন, ইজি ডেভেলপমেন্ট লিমিটেডের ইফতেখার আহমেদ খান পিন্টু, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ইভিপি এ বি এম ইরাদুল ইসলাম, শেলটেকের এমডি ড. তৌফিক এম সিরাজ প্রমুখ।
এসময় শোক বইয়ে নসরুল হামিদ লিখেন, আমরা আমাদের পরিবারের মুরুব্বিকে হারালাম। উনার (আমজাদ খান চৌধুরী) আদর্শ, মেধা ও সততা সারাজীবন আমাদের অনুপ্রাণিত করবে।
এছাড়াও বিহ্যাবের অন্যান্য প্রতিনিধি আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও আমজাদ খান চৌধুরীর ছোট ছেলে আহসান খান চৌধুরী ও গ্রুপটির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাব উদ্দিন।
এমএম/বিএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চীন সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
- ২ প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদের কথা বলেননি
- ৩ করাইল বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ ৯ মাদক কারবারি গ্রেফতার
- ৪ জলবায়ুর প্রভাব মোকাবিলায় ২০৩০ পর্যন্ত অপেক্ষা সম্ভব নয়: রিজওয়ানা হাসান
- ৫ চাকরি ফিরে পেলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা