মুক্তিযোদ্ধার আত্মহত্যা জাতির জন্য লজ্জাজনক : জাফরুল্লাহ
মুক্তিযোদ্ধারা দেশ রক্ষা এবং গণতন্ত্র রক্ষার জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই মুক্তিযোদ্ধার আত্মহত্যা জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ রক্ষা এবং গণতন্ত্র রক্ষার জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই মুক্তিযোদ্ধাদের যখন এভাবে মৃত্যুবরণ করতে হয় তখন জাতি হিসেবে আমরা লজ্জিত হই। এই হত্যাকাণ্ডের জন্য সমগ্র বাংলাদেশই আজ লজ্জিত।’
মুক্তিযোদ্ধা আইয়ুব খানের মায়ের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি আইয়ুব খানের মায়ের সঙ্গে দেখা করে তাকে বলেন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আপনার সন্তানকে আমি বাঁচাতে পারিনি।’
তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে অবিলম্বে বিচার করতে হবে এবং প্রধান বিচারপতির মাধ্যেমে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। কারণ এ বিচার নিয়ে জনমনে যাতে কোনো প্রশ্ন না থাকে।’
আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসকেডি/পিআর