ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘জীবন চলে গেলেও আন্দোলন চালিয়ে যাব’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭

প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতনের দাবিতে জাতীয় শহীদ মিনারে অামরণ অনশন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

আন্দোলনে এসে অসুস্থ হয়ে পড়েছেন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের বিলরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম। হঠাৎ মাথা ব্যথায় বসা অবস্থা থেকে পড়ে যান তিনি। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তার সহকর্মীরা।

আহত অবস্থায় শিক্ষক জাহাঙ্গীর আলম জাগো নিউজতে বলেন, ‘জীবন চেলে গেলেও আমরা আন্দোলন চালিয়ে যাব। আমার দুই মেয়ে আর এক ছেলে। যে বেতন পাই তা দিয়ে আমার চলা কষ্ট হয়ে যায়। ছেলে-মেয়েদের পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয় না।’

তিনি বলেন, ‘প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন সহাকারী শিক্ষকদের বেতনের চেয়ে অনেক ওপরে। এটা মেনে নেয়া যায় না। তারওপর নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আমাদের জীবনধারণ কষ্টকর হয়ে যায়।’

আরএমএম/জেএ/বিএ/এমএস

আরও পড়ুন