যাত্রাবাড়িতে ৫ চক্ষু হাসপাতালকে জরিমানা
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত ৫টি চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা ও ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর ১টার দিকে র্যাব-২-এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলম অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের স্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন। র্যাব-২ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এ এস পি মারুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালত সেন্টাল স্পেশালাইজড আই হাসপাতাল অ্যান্ড রিসার্স ইনন্সিটিটিউটকে এক লক্ষ পাঁচ হাজার টাকা, আই ফাউন্ডেশন চক্ষু হাসপাতালকে এক লক্ষ পাঁচ হাজার টাকা, রহিমা চক্ষু হাসপাতালকে ৫৫ হাজার টাকা, যাত্রাবাড়ি চক্ষু হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সালাউদ্দিন (২৯), রিপন (৩৫), শিহাব উদ্দিন (৩৪) ও রাজিবুল ইসলাম। তাদেরকে ছয় মাস করে কারাদণ্ড দেয় আদালত।
র্যাব-২-এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলম জানান, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়া, বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, মেডিকেল বোর্ড না থাকায় মেডিকেল প্রাকটিস বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অডিনেন্স ১৯৮২ এর ১৩(২) ধারা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক তাদের জেল জরিমানা দিয়েছে আদালত।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব-২ কর্মকর্তা দিদারুল আলম।
জেইউ/আরএস /এমআরআই
সর্বশেষ - জাতীয়
- ১ সেই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করলো র্যাব, অপহরণকারী গ্রেফতার
- ২ দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর
- ৩ আসল-নকল চেনা দায়, প্রসাধনীর বাজারে নজর নেই বিএসটিআইয়ের
- ৪ সূত্রাপুরে সাংবাদিকের বাসার গ্রিলকেটে ২০ ভরি সোনা ও টাকা চুরি
- ৫ সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়ানো ইটের ব্যবহার: রিজওয়ানা হাসান