কলেজে ভর্তিতে ৩য় দফা ফল প্রকাশ
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তৃতীয় দফায় ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এবার নতুন করে আরো ১ লাখ ৮ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। তৃতীয় দফায় ফল প্রকাশে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা আগামী ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ভর্তির সুযোগ পাবেন।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য এবারই প্রথমবারের মতো গত ২৮ জুন মধ্যরাতে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী। এরপর গত ৬ জুলাই দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে প্রথম দফায় বাদ পড়া ১০ হাজার ৭২৬জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এবার তৃতীয় দফায় ভর্তির সুযোগ পেলো ১ লাখ ৮ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, আমরা পরপর ৪টি মেধা তালিকা প্রকাশ করব। সব শেষ তালিকায় অভিভাবকরা নতুন করে আবেদন করতে পারবেন। এরই ধারাবাহিকতায় ৩য় দফা ফল প্রকাশ করা হলো। এতে বাদ পড়া শিক্ষার্থীরা আবেদন করলে চতুর্থ দফায় ভর্তির সুযোগ পাবে।
আরএস/এমআরআই
সর্বশেষ - জাতীয়
- ১ সেই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করলো র্যাব, অপহরণকারী গ্রেফতার
- ২ দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর
- ৩ আসল-নকল চেনা দায়, প্রসাধনীর বাজারে নজর নেই বিএসটিআইয়ের
- ৪ সূত্রাপুরে সাংবাদিকের বাসার গ্রিলকেটে ২০ ভরি সোনা ও টাকা চুরি
- ৫ সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়ানো ইটের ব্যবহার: রিজওয়ানা হাসান