ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রানা প্লাজার সামনে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪

সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে ক্ষতিপূরণ দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। বুধবার বেলা ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নিখোঁজ শ্রমিকদের স্বজন আহত শ্রমিক ও নিহত পরিবারের স্বজন অংশ নেয়।

স্বজনরা জানায়, রানা প্লাজা ধ্বসের ১৭ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পায়নি তারা। অথচ কিছুদিন পরপরই রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে আসছে মানুষের কংকাল, মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড়।

সমাবেশের সভাপতির বক্তব্যে সংগঠনটির সচিব জুলকারনাইন বাবু বলেন, গত ২ সেপ্টেম্বর রানা প্লাজায় মাথার খুলি ও কংকাল পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা রানা প্লাজায় নিহত ও ক্ষতিগ্রস্থ শ্রমিকদের স্বজন ও আহতদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানান।