শীতকালীন অধিবেশন ৭ জানুয়ারি থেকে
দশম জাতীয় সংসদের ১৯তম ও শীতকালীন অধিবেশন আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হবে। ওইদিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনের আহ্বান করেছেন। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানা গেছে।
তবে অধিবেশন কতদিন চলবে তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে বৈঠক হবে। তবে বছরের প্রথম অধিবেশন হওয়ায় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শুরুর দিন ভাষণ দেবেন। এরপর তা নিয়ে সংসদের চলবে দীর্ঘ আলোচনা। ফলে অধিবেশন দীর্ঘ হবে।
জানা গেছে, বিগত অধিবেশন শেষ হওয়ার পর এ পর্যন্ত দুই জন বর্তমান এমপি মারা গেছেন। তাদের সম্মানে অধিবেশন শুরু দিন বৈঠক এক ঘণ্টা মুলতবি থাকবে। এরপর রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
এইচএস/এমআরএম/পিআর