ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শীত নেমেছে, কদর বেড়েছে লেপ-তোশকের কারিগরদের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭

কবে আসবে শীত। নভেম্বরের শেষ, আসি আসি করেও যেন রাজধানীতে শীত নামছিল না। এ মাসের শুরুর দিকে মাঝেমধ্যে বেশ ঠাণ্ডা অনুভূত হলেও আবহাওয়া অধিদফতর সেই ঠাণ্ডাকে শীত বলতে নারাজ ছিল। তারা বলছিল, কখনো নিম্নচাপের কারণে আবার কখনো বৃষ্টির কারণে এ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের একজন কর্মকর্তা জানালেন, রাজধানীতে শীত নামতে শুরু করেছে।

সোমবার ও মঙ্গলবার মাত্র এক দিনের ব্যবধানে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও মঙ্গলবার তা কমে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Winter-1

আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, রাজধানীতে শীত নেমেছে। এখন থেকে ক্রমেই তাপমাত্রা হ্রাস পাবে। এ মাসের শেষের দিকে তাপমাত্রা ১০ থেকে ১২ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

মঙ্গলবার সাত সকালে ঘুম ভেঙেই নগরবাসী কুয়াশায় ঢাকা অন্যরকম ঢাকা দেখতে পায়। কুয়াশার পাশাপাশি বেশ শীতও অনুভব করেন তারা। সকালের দিকে জীবিকার তাগিদে যারা ঘর থেকে বের হয়েছেন তারা প্রত্যেকেই গায়ে গরম পোশাক চাপিয়ে তবেই বের হয়েছেন। অনেক বেলা পর্যন্ত আকাশে সূর্যের দেখা মেলেনি। দুপুরের দিকে সূর্য দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই আবার কুয়াশার আড়ালে লুকিয়ে পড়ে।

Winter-2

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীত বাড়ার কারণে ফুটপাত থেকে বড় শপিংমল সর্বত্র গরম কাপড়ের দোকানে ক্রেতার ভিড়। ভিড় বেড়েছে লেপতোশক ও কম্বলের দোকানে। বিকেলের দিকে যারা গরম কাপড় পরিধান করে বের হননি তাদের বেশ দুর্ভোগ পোহাতে হয়।

এমইউ/জেডএ/পিআর

আরও পড়ুন