লালমনিরহাটে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
লালমনিরহাটের আদিতমারি উপজেলার লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে আবু সায়েম জাম্মু (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত জাম্মু আদিতমারি উপজেলার তালুক দুলালী গ্রামের সোহরাব আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোরে ৬-৭ জনের একদল গরু ব্যবসায়ী আদিতমারি উপজেলার লোহাকুচি সীমান্তের ৮১৯ মেইন পিলারের ৭/৮ সাব পিলারের কাছ দিয়ে গরু আনতে যান। এ সময় ভারতীয় কুচবিহার জেলার ২১ বিএসএফ এর পশ্চিম চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে অন্যরা পালিয়ে আসলেও বিএসএফ এর ছোড়া তিন রাউন্ড গুলি জাম্মুর বুকে লাগে। আহত অবস্থায় তিনি দৌড়ে বাংলাদেশের ১০০ গজ ভেতরে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই নিহত হন।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, নিহত জাম্মু বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ব্যাপারে প্রতিবাদপত্র পাঠানো ও পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।
রবিউল হাসান/এমজেড/পিআর