ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভ্রাম্যমাণ আদালতে প্রিন্স ও স্বপ্নের জরিমানা

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৮ জুলাই ২০১৫

রাজধানীর যাত্রাবাড়ি, মতিঝিল, মিরপুর, আদাবরে অভিযান চালিয়ে স্বপ্ন, প্রিন্স বাজারসহ মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তাদের জরিমানা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসটিআই।

বিএসটিআইয়ের মানসংক্রান্ত সিএম লাইসেন্স না নিয়ে অবৈধভাবে নকল লোগো ব্যবহার করে বিদেশি সাবান, শ্যাম্পু ও কসমেটিকস বিক্রি করায় আদাবরে সুপারশপ প্রিন্স বাজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে মিরপুরে স্বপ্ন সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে বিএসটিআইয়ের মানপত্র না নিয়ে সফট ড্রিংকস পাউডারে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহারের কারণে যাত্রাবাড়ির আমিন ফুড প্রসেসিং এবং মতিঝিলের ফাইভ স্টার বেকারিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

এআর/বিএ/আরআই