ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুক্তিযোদ্ধার আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তির শাস্তি দাবি

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৮ জুলাই ২০১৫

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অপমানে মুক্তিযোদ্ধার আত্মহত্যার জন্য দোষী ব্যক্তির শাস্তি দাবি করেছে। চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আইয়ুব খান (৬২) মঙ্গলবার রাজধানী তোপখানা রোডে হোটেল কর্ণফুলীর ২০৪ নম্বর কক্ষে আত্মহত্যা করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জরুরি সভার মাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সভায় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ জানান, শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তার গালমন্দ, মানসিক নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে দেশের সূর্য সন্তান আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, যা স্বাধীন দেশের বীর মুক্তিযোদ্ধাদের কাম্য নয়। তাই তদন্ত করে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের কাছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-এর পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।

এসএইচএস/আরআই