ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেষ হল সংসদের বাজেট অধিবেশন

প্রকাশিত: ১১:২৩ এএম, ০৮ জুলাই ২০১৫

মঙ্গলবার শেষ হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি ছিল দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। এই অধিবেশনের ব্যাপ্তি ছিল ২৭ কার্য দিবস।

অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির নির্দেশ পড়ে শোনানেরা আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। অধিবেশন শুরু হয় ১ জুন।

এর মধ্যে ৪ জুন সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ২৯ জুন পর্যন্ত  প্রস্তাবিত বাজেটের ওপর ৫৮ ঘণ্টা সাধারণ আলোচনা শেষে ৩০ জুন  বাজেট পাস হয়। দেশের ইতিহাসে সর্ববৃহৎ আকারের ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি বাজেট পাস হয় ।

এই অধিবেশন সমাপ্তির আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ নেতা ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বক্তব্য রাখেন।

এসএইচ/এসএইচএস/আরআইপি