ভ্যাট অব্যাহতির সীমা বাড়াতে সংসদে বিল
মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির সীমা ২৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করতে ২০১২ সালের ভ্যাট আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বুধবার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন ) বিল-২০১৫’ উত্থাপন করেন।
বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বর্তমান আইনে ২৪ লাখ টাকা পর্যন্ত বার্ষিক ‘টার্নওভারের’ জন্য ভ্যাট দিতে হয় না। আইনটি পাস হলে এই সীমা হবে বছরে ৩০ লাখ টাকা।
২০১২ সালের ২৭ নভেম্বর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন’ জাতীয় সংসদে পাস হয়। চলতি বছরের ১ জুলাই থেকে ওই আইন কার্যকর হওয়ার কথা ছিল।
কিন্তু ব্যবসায়ীদের আপত্তির কারণে তা কার্যকর না করে পুরনো ‘প্যাকেজ ভ্যাট’ পদ্ধতিতেই আদায় চলতে থাকে। সংশোধিত আইন পাস হলে ২০১৬ সালের ১ জুলাই থেকে তা কার্যকর হবে বলে অর্থমন্ত্রী সংসদকে জানান।
তিনি বলেন, সে লক্ষ্যে মূসক ব্যবস্থার অটোমেশনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সংশোধিত আইনটি আরো বেশি করদাতাবান্ধব হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেছেন।
এইচএস/এসএইচএস/এমআরআই