ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মানবতাবিরোধী অপরাধ : মোসলেমকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৮ জুলাই ২০১৫

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া কিশোরগঞ্জের নিকলি উপজেলার মোহাম্মদ মোসলেম প্রধানকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

একইসঙ্গে তার পক্ষে আইনজীবী নিয়োগ করার জন্য আসামি মোসলেমকে বলা হয়। মোসলেম প্রধান মুক্তিযুদ্ধ চলাকালে নিকলি থানা রাজাকার কমান্ডার সৈয়দ মো. হুসাইনের সঙ্গে একই মামলার আসামি।

মঙ্গলবার তাদের দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পর নিকলি উপজেলার কামারহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মোসলেমকে গ্রেফতার করে বুধবার ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

এ মামলার আসামি পলাতক সৈয়দ মো. হুসাইন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আসামি কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছেন আলীর ছোট ভাই। হাসান আলীকে গত ৯ জুন ফাঁসি অথবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়ে রায় দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর তুরিন আফরোজ জানান, নিকলির রাজাকার কমান্ডার সৈয়দ মো. হুসাইন  ও তার সহযোগী মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে তদন্ত চলছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে প্রাাথমিক তদন্তে হত্যা, ধর্ষণ ও অপহরণসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরো জানান, আসামি এবং তাদের লোকজন তদন্ত কাজে বাধা ও নানাভাবে সাক্ষী এবং তাদের হাতে নির্যাতিতদের (ভিকটিম) ভয়-ভীতি দেখাচ্ছেন। ফলে তদন্তের স্বার্থে তাদেরকে গ্রেফতারের প্রয়োজনীয়তার কারণে আবেদন করা হয়।

এফএইচ/এসএইচএস/আরআইপি