ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নভেম্বরে ডিএমপির সেরা যারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

নভেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা। রোববার সকাল ১০টায় ডিএমপি সদর দফতরে শুরু হওয়া দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) বিজয়ীদের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, নভেম্বর মাসে ডিএমপির সকল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মিরপুর বিভাগের পল্লবী জোনের এবিএম জাকির হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) রূপনগর থানার সৈয়দ সহিদ আলম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মিরপুর থানার ওয়াহিদুজ্জামান, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস) উত্তরা পশ্চিম থানার নাসির উদ্দিন, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে মিরপুর থানার সাহাবুর রহমান ও ওয়ারী থানার মো. হানিফ, যৌথভাবে শ্রেষ্ঠ এএসআই হয়েছেন মতিঝিল থানার হেলাল উদ্দিন ও মিরপুর থানার এম এ রিয়াজ।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মিরপুর থানার এএসআই এম এ রিয়াজ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার খিলক্ষেত থানার এসআই টিএম ফরিদুল আলম, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার কোতয়ালী থানার এসআই মাহাবুব আলম, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার ওয়ারী থানার এসআই মো. হানিফ এবং শ্রেষ্ঠ চোরাইগাড়ি উদ্ধারকারী অফিসার গুলশানের এসআই মশিউর রহমান।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-দক্ষিণ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ডিবি দক্ষিণের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের খন্দকার রবিউল আরাফাত, চোরাইগাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিবি উত্তরের গাড়ি চুরি প্রতিরোধ টিমের নিশাত রহমান মিথুন, বিস্ফোরকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত।

মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন ডিবি দক্ষিণের অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিমের খন্দকার রবিউল আরাফাত, জঙ্গি গ্রেফতারে শ্রেষ্ঠ হয়েছেন ধানমন্ডি ডিবি দক্ষিণ জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান, অজ্ঞান ও মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল আমিন।

অন্যদিকে ট্রাফিকে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-উত্তর বিভাগ। রামপুরা ট্রাফিক জোনের শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম মুক্তারুজ্জামান, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর রামপুরা ট্রাফিক জোনের সরোয়ার জাহান, শ্রেষ্ঠ টিএসআই/সার্জেন্ট যৌথভাবে হয়েছেন ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট মাজেদুল হক, রামপুরা ট্রাফিক জোনের টিএসআই জাকির হোসেন।

বিশেষ পুরস্কারে পুরস্কৃত যারা- হত্যা মামলার রহস্য উদঘাটনে সম্মিলিতভাবে ডিবি পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হয়েছেন একই বিভাগের ডেমরা জোনের ইফতেখারুল ইসলাম, বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) কাজী আবুল কালাম, ডিবি পশ্চিম বিভাগের মিরপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মীর রেজাউল ইসলাম, মোহাম্মদপুর থানার এসআই পীযুষ কুমার সরকার ও এসআই মো. রাজীব মিয়া, বাড্ডা পুলিশ ফাঁড়ির এসআই এসএম কামরুল হাছান, কাফরুলের এসআই রফিকুল ইসলাম।

ছিনতাইকারী গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন হাজারীবাগ থানার এসআই কমল কৃষ্ণসাহা, দস্যুতা মামলার আসামি গ্রেফতারে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন গুলশান থানার পরিদর্শক তদন্ত মো. সালাহউদ্দিন মিয়া ও উত্তরা-পশ্চিম থানার এসআই শাহীন মিয়া। অপহৃত ভিকটিম উদ্ধারে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন ডিবি পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম ও কামরাঙ্গীরচর থানার এসআই মামুন হোসেন। গণধর্ষণ মামলায় আসামি গ্রেফতারে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন তুরাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন ও রামপুরার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান।

এছাড়াও বিশেষ অভিযানে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক পশ্চিম বিভাগ, অস্ত্র উদ্ধারে রমনা জোনেরর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খিলগাঁও জোনের নাদিয়া জুঁই, প্রশ্নপত্র ফাঁসকারী গ্রেফতারে ডিবি উত্তরের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ নুর আলম পাটওয়ারী, বিদেশি প্রতারক গ্রেফতারে ডিবি সিরিয়াস ক্রাইমের সহকারী পুলিশ কমিশনার মিশু বিশ্বাস, চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেফতারে সাইবার ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল, এবিটির সদস্য গ্রেফতারে ডিবি দক্ষিণের ধানমন্ডি জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান, আসামিসহ মাদক উদ্ধারে ওয়ারীর থানার (প্যাট্রল) ইন্সপেক্টর (ডেমরা জোন) রফিকুল ইসলাম, ফেসবুকে উস্কানিদাতা গ্রেফতার সাইবার ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মো. নাজমুল মিশাত, লুণ্ঠিত মালামালসহ আসামি গ্রেফতারে মোহাম্মদপুরের এসআই অপূর্ব কুমার বর্মন, ভিকটিম উদ্ধারে ডেমরার এসআই মো. তহিদুল ইসলাম, চোরাইগাড়ি উদ্ধারে ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট ফিরোজ হোসাইন ও পরিত্যক্ত সিএনজি উদ্ধারে বিমানবন্দর ট্রাফিক জোনের টিএসআই মো. আলমগীর হোসেনকে পুরস্কৃত করা হয়।

ভুয়া পুলিশ গ্রেফতারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন ডিবি পূর্ব বিভাগের মতিঝিল জোনাল টিমের এডিসি জুয়েল রানা, ডিবি পূর্বের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম ও উত্তরা ট্রাফিক জোনের সার্জেন্ট মেহেদী হাছান। স্বর্ণ উদ্ধারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন ডিবি উত্তরের বিমানবন্দর জোনাল টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহরম আলী, বিমানবন্দর থানার এসআই টিএম আল-আমিন ও ডিবি পশ্চিমের মিরপুর জোনাল টিমের এসআই আশীষ কুমার। ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন ট্রাফিক রমনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মেহেদী হাসান ও ট্রাফিক কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুন নুর।

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম, যুগ্ম পুলিশ কমিশনার (সদর দফতর), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট), যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি), যুগ্ম পুলিশ কমিশনার (সিটিটিসি), যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম), অপস শাখা, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর), উপ-পুলিশ কমিশনার (রমনা, তেজগাঁও, গুলশান, মিরপুর, লালবাগ, মতিঝিল, প্রটেকশন), স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ, কাউন্টার টেরোরিজম বিভাগ, ট্রাফিক দক্ষিণ ও পশ্চিম বিভাগ, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার ও আরওআই।

জেইউ/বিএ/জেআইএম

আরও পড়ুন