ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লুৎফুরের ৩ লাখ পাউন্ড জরিমানা

প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০৮ জুলাই ২০১৫

ভোট জালিয়াতি মামলায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মেয়র পদ হারানো লুৎফুর রহমানের সাড়ে তিন লাখ পাউন্ডের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন লন্ডন হাইকোর্ট।

ভোট জালিয়াতি মামলায় হারার পর আদালতের নির্দেশ অনুযায়ী বাদীদের খরচ বাবদ আড়াই লাখ পাউন্ড পরিশোধ না করায় মঙ্গলবার হাইকোর্টর এক বিচারক এই আদেশ দেন।

উল্লেখ্য, গত বছর টাওয়ার হ্যামলেটসের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২৩ এপ্রিল আদালত লুৎফরের মেয়র পদ শূন্য ঘোষণা করে পুনর্নির্বাচনের আদেশ দেয়।

বিচারক রিচার্ড মাওরি ওই রায়ে চার বাদীর মামলার খরচ হিসেবে আড়াই লাখ পাউন্ড লুৎফুর তাৎক্ষণিকভাবে পরিশোধের নির্দেশ দেন।

ওই চার বাদীর আইনজীবী ব্যারিস্টার ফ্রান্সিস হওয়ার হাইকোর্টকে জানান, আদালত আড়াই মাস আগে নির্দেশ দিলেও লুৎফুর এখনো কোনো অর্থ শোধ করেননি।

বিএ/পিআর