ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডাক্তারি রিপোর্টের জন্য স্থগিত ফখরুলের জামিন

প্রকাশিত: ০৬:০৩ এএম, ০৮ জুলাই ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার ডাক্তারি রিপোর্ট না পাওয়ায় জামিনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি আদালত। বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ হাসপাতাল রিপোর্ট পাওয়ার পর জামিনের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানান।

আদালত সুত্রে জানা গেছে, ফখরুলের শারীরিক অবস্থার রির্পোট আদালতে পৌঁছালে অবকাশকালীন সময়েও জামিনের রায় দেয়া হতে পারে।

এ সময় আদালতের শুনানিতে মির্জা ফখরুলের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ,মাহবুব উদ্দিন খোকন, বদরোদ্দোজা বাদল, এহসানুর রহমান প্রমুখ। রাষ্ট্রপক্ষের ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে দশম জাতীয় সংসদের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল। পরে নাশকতার সাত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। নিম্ন আদালতে এসব মামলায় জামিন না পেয়ে হাই কোর্টে যান ফখরুলের আইনজীবীরা।

এফএইচ/এসকেডি/এমএস