ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সরকার মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর। বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানবাধিকার ও সুশাসনের নিশ্চয়তা বিধান করা হয়েছে। ‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে রোববার বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো সোমবার যথাযোগ্য মর্যাদায় সারাদেশে এ দিবস পালিত হচ্ছে।

তিনি বলেন, সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯ প্রণয়ন এবং জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার দারিদ্র্য বিমোচন, জনগণের জীবনমান উন্নয়নসহ মানবাধিকার রক্ষায় দেশ ও দেশের বাইরে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক কারণে আশ্রয় দিয়ে মানবাধিকার রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবতার এ নিদর্শন স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি প্রদান করা হয়েছে।

এইচএস/এমআরএম/আরআইপি

আরও পড়ুন