ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজযাত্রীদের নাম রেজিস্ট্রেশনে অনিয়ম তদন্তের দাবি সংসদে

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৭ জুলাই ২০১৫

এ বছর হজযাত্রীদের নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনিয়ম করেছেন এমন অভিযোগ করে তা তদন্ত করা এবং কোটার অতিরিক্ত ২৫ হাজার হজযাত্রীকে হজে পাঠানোর ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়েছে সংসদে। ধর্ম মন্ত্রণালয়ে ধর্মের নামে অধর্মের কাজ হচ্ছে বলেও অভিযোগ উঠেছে সংসদে।

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর দিয়ে এই অভিযোগ করে পুরো বিষয়টি তদন্ত করার দাবি জানান জাসদের মইন উদ্দিন খান বাদল। একই বিষয়ে কথা বলেন তরিকত ফেডারেশনের সভাপতি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নজিবুল বশর মাইজ ভান্ডারী।

মঈন উদ্দিন খান বাদল চলতি বছরের হজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নানা অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আত্বীয়-স্বজনের হজ এজেন্সি রয়েছে। ফলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে।

তিনি বিষয়টি খতিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এজেন্সির কারণে এবার আমাদের দেশের মানুষ ওমরাহ করতে যেতে পারেনি। হজের ক্ষেত্রে ২৫ হাজার লোক রেজিস্ট্রেশন করতে পারেনি। এরা হজে যেতে না পারলে একটা খারাপ প্রতিক্রিয়া হবে। ফলে যদি সৌদি আরব কোটা বৃদ্ধি না করে এবং করার সম্ভাবনা কম। ফলে যারা ৪০ বছরের নিচে বয়স তাদেরকে আগামী বছরের জন্য অপেক্ষমান রাখা এবং যারা প্রতিবছর হজে যান তাদেরকের এবার  আগামী বছরের জন্য অপেক্ষমান রাখা যেতে পারে। এতো করে কিছু সংখ্যক হজযাত্রীকে অন্তর্ভূক্ত করার উপায় বের হবে। তাতেও সমাধান না হলে সকল এজেন্সির হজযাত্রী যাতে হজে যেতে পারে সে ব্যাপারে একটা ব্যবস্থা করতে হবে।

নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, হজযাত্রীর রেজিস্ট্রেশন এবং ২৫ হাজার অতিরিক্ত হয়ে পড়ার বিষয়টি নিয়ে সংসদীয় কমিটিতেও আমরা একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলেছি। আমরা আশা করছি তদন্ত কমিটি করে পুরো বিষয়টি তদন্ত করা হবে। সংসদীয় কমিটিও এ ব্যাপারে চূড়ান্ত সুপারিশ পেশ করবে।

উল্লেখ, এ বছর বাংলাদেশি হজযাত্রীর কোটা এক লাখ এক হাজার ৭৫৮ জন। কিন্তু এবার কোটা ছাড়িয়ে প্রায় ২৫ হাজার হজযাত্রী অতিরিক্ত হয়ে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত কোটার জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সাগা পাওয়া যায়নি। প্রায় ৫শ এজেন্সি অতিরিক্ত হয়ে যাওয়া ২৫ হাজার হজযাত্রীদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

এইচএস/বিএ/আরআই