ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাবিতে ভর্তি পরীক্ষা নিয়ে রায় বুধবার

প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৭ জুলাই ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ নিয়ে করা রিট আবেদনের ওপর রায়ের দিন বুধবার ধার্য করেছেন আদালত। মঙ্গলবার উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত  বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।

এর আগে, গত ১৬ মার্চ এক রিট আবেদনের শুনানি করে এ সংক্রান্ত একটি রুল জারি করেন আদালত। রুলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত অবৈধ ও বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। উক্ত রুলের শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন আদালত।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০০৯ সাল থেকেই টানা দু‘বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেতেন। তবে গত বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করেন।

অর্থাৎ, চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১২ মার্চ হাইকোর্টে আবেদন করেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক ২৬ জন শিক্ষার্থীর অভিভাবক।

এফএইচ/বিএ/আরআই