ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আসলেই ব্রাজিলের গম দেখতে খারাপ : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৭ জুলাই ২০১৫

ব্রাজিলের গমের গুণগত মান ভালো হলেও এটি  দেখতে খারাপ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল। মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, গম আমদানি করে খাদ্য অধিদফতর। এখানে মন্ত্রণালয়ের কিছুই করার নেই। এ সংক্রান্ত বিলও মন্ত্রণালয়ে আসে না।

সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গম আমদানি করা হয়েছে। প্রি-শিপমেন্ট সনদ পাওয়ার পর গম এখানে এসেছে। গম খারাপ-এরকম  কথা ওঠার পর আমরা জেলা প্রশাসনের মাধ্যমে নমুনা এনে খাদ্য অধিদফতর ও সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়েছি। তারা জানিয়েছে, গমের গুণগত মান নষ্ট হয়নি।
 
তিনি দাবি করেন, কয়েকটি রাজনৈতিক দল ও পত্র-পত্রিকা রাজনৈতিক উদ্দেশ্যে সরকারকে হেয় করার জন্য ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।  সংসদ সদস্যরা এলাকায় গম ঢুকতে দেননি বলে যে সংবাদ পরিবেশন হয়েছে, তাও ভিত্তিহীন।

এইচএস/এসকেডি/এমআরআই