দুই সংসদ সদস্যসহ ১৩ জনের ব্যাংক হিসাব তলব
সংসদ সদস্য নিজাম হাজারী ও হাজী সেলিমসহ ১৩ বিশিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব ব্যাংকে বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেনস ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে এ সব ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
দুই সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজনের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে। তারা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হক চৌধুরী।
এ ছাড়া বিএনপি নেতা ও সাবেক পরিবেশমন্ত্রী শাজাহান সিরাজ, তার ছেলে রাজিব সিরাজ, সাবেক এমপি এম এ এইচ সেলিম (সিলভার সেলিম), জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী এরশাদ (সাদ), চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদউদ্দিন মানিক, গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডারের সভাপতি হাবিবুল্লাহ ডন, ওরিয়েন্টাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন ও প্রয়াত বিএনপি নেতা এম সাইফুর রহমানের ছেলে সাবেক এমপি এম নাসের রহমানের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ শিগগির নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা: অপূর্ব জাহাঙ্গীর
- ২ চীন সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
- ৩ প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদের কথা বলেননি
- ৪ করাইল বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ ৯ মাদক কারবারি গ্রেফতার
- ৫ জলবায়ুর প্রভাব মোকাবিলায় ২০৩০ পর্যন্ত অপেক্ষা সম্ভব নয়: রিজওয়ানা হাসান