ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গণমাধ্যমই মানবপাচারকারী চক্রের মুখোশ উন্মোচন করেছে

প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৫ জুলাই ২০১৫

মানবপাচার প্রতিরোধে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, গণমাধ্যমই মানবপাচারকারী চক্রের মুখোশ উন্মোচন ও সাধারণ জনগণকে সচেতন করেছে। মানবপাচারকারী চক্রের সদস্যরা যতই শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে কম্পিউটার ও বিভিন্ন কর্মমূখী শিক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ জনশক্তিকে দক্ষ শক্তিতে গড়ে তুলতে হবে।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দৈনিক আমার কাগজ পত্রিকার ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আমার কাগজ পত্রিকার সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা।

সেমিনারে বক্তারা আরো বলেন, অবৈধভাবে সমুদ্রপথে অভিবাসন ও বিদেশযাত্রার ভয়াবহ পরিণতি তুলে ধরে গণবিজ্ঞপ্তি জারি করণের মাধ্যমে জনসাধারণকে এ ব্যাপারে নিরুৎসাহিত করা যেতে পারে।

সেমিনারে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ, ডিইউজে’র সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু ও দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দূররানী। এছাড়া উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি আলিম মাহমুদ খন্দকার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মীর আশফাকুজ্জামান।

আরএস/আরআইপি