ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের সম্মাননা প্রদানে উদ্যোগের আহ্বান

প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৫ জুলাই ২০১৫

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের সম্মাননা প্রদানের জন্য রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘প্রবাসী বাঙালির মুক্তিযুদ্ধ এবং ড. মাহবুবুল আলম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অর্থমন্ত্রী মার্কিন প্রবাসী বাঙালি পদার্থ বিজ্ঞানী ড. মাহবুবুল আলমের স্মৃতিচারণ করে বলেন, মাহবুবুল আলম তার মানবিক গুণাবলীর কারণে বোস্টন প্রবাসী বাঙালিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার উদারতা ও মানবিকতার সাথে দেশপ্রেম যুক্ত ছিল। একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নানাভাবে কাজ শুরু করেন।

মুহিত আরো বলেন, মাহবুবুল আলম একাত্তরে বিশ্ব জনমত তৈরি ছাড়াও মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তা দিয়েছেন। তার এই অবদানের দলিল স্বরূপ এই বইটি অত্যন্ত মূল্যবান।

আওয়ামী লীগ নেতা মুকুল চৌধুরী ড. মাহবুবুল আলমসহ আরো যে সব প্রবাসী বাঙালি মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা করেছেন তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদানের জন্য রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান জানান অর্থমন্ত্রী।

বইটির প্রকাশক মফিদুল হক বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ড. মাহবুবুল আলম বোস্টনে সভা-সমিতি আয়োজন এবং বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করে তিনি মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। এছাড়াও মার্কিন সিনেটরদের সাথে যোগাযোগ, গণমাধ্যমের কাছে মুক্তিযুদ্ধ ও গণহত্যার বাস্তবতা তুলে ধরা, প্রবাসী বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ রক্ষা করা এবং মুক্তিবাহিনীর জন্য কমিউনিকেশন সামগ্রী প্রেরণেও তিনি অনন্য ভূমিকা রাখেন।

ড. মাহবুবুল আলম ১৯৩৫ সালের ১ ডিসেম্বর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সম্ভ্রান্ত চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন। তিনি সেতারবাদক মীর কাসেমের ছাত্র ছিলেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

এছাড়া ১৯৫৬ সালে রংপুর কারমাইকেল কলেজে অধ্যাপনা শুরু করেন। সেখান থেকেই ১৯৫৯ সালে কলম্বো বৃত্তি নিয়ে কানাডা যান। সেখানে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করে ১৯৬৬ সালে আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

প্রকাশনা সংস্থা সাহিত্য প্রকাশ আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মুকুল চৌধুরী, অর্থনীতিবিদ মো. সাইদুজ্জামান, বইয়ের সম্পাদক ও মাহবুবুল আলমের স্ত্রী সালমা আলম এবং লেখক ও প্রকাশক মফিদুল হক প্রমুখ।

এসআইএস/আরএস/আরআই