ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সামাজিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১২:০২ পিএম, ০৫ জুলাই ২০১৫

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সামাজিক উন্নয়ন সূচকগুলোতে ভালো অবস্থানে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘আপনারা দেখে থাকবেন আমরা এখন চারটা প্রকল্প হাতে নিলে একটা থাকে শিক্ষা সংক্রান্ত। এছাড়াও সামাজিক উন্নয়ন সম্পর্কিত যেসব প্রকল্প হাতে নিয়েছি তা বাস্তবায়িত হলে শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমে আসবে। কমে আসবে বৈষম্যও’।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক জরিপের চূড়ান্ত প্রতিবেদন সংক্রান্ত মোড়ক উন্মোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‘মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস)’ শীর্ষক মোড়ক উন্মোচন সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের এখন লক্ষ্য হলো বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা। আমাদের চূড়ান্ত লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া’।

মন্ত্রী আরো বলেন, ‘তবে আমাদের যেদিকে ঘাটতি রয়ে গেছে তা হলো নিয়মিত পরিসংখ্যান যোগান দেয়ার ক্ষেত্রে। এমআইসিএস নিয়ে ২০১২-১৩ সালের পরিসংখ্যান আমরা এখন দিচ্ছি। এখন থেকে প্রতিবছরের পরিসংখ্যান প্রতিবছরই দিয়ে দেয়ার চেষ্টা করবো আমরা’।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার বক্তব্য রাখেন।

এসএ/বিএ/আরআইপি