ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেভরনের পাওনা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৫ জুলাই ২০১৫

ঈদের আগেই বোনসসহ সকল পাওনা পরিশোধের  দাবিতে মানববন্ধন করেছে শেভরনের চাকরিচ্যুত কর্মীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করে।

মানববন্ধনে চাকরিচ্যুত সাইফুল ইসলাম বলেন, আমরা শেভরন বাংলাদেশে প্রায় ১১ বছর ধরে কর্মরত থাকলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। দীর্ঘদিন ধরে আমরা শ্রম আইন অনুযায়ী বেতন বৃদ্ধিসহ পাওনা নির্ধারণ করার দাবি জানিয়ে আসছি। এ বিষয়ে কোম্পানির বিদেশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এরপর দাবি আদায়ে ট্রেড ইউনিয়ন গঠন করা হলে ২৬ মে থেকে বীনা নোটিশে পর্যায়ক্রমে ৪৮ জন ড্রাইভারকে চাকরিচ্যুত করা হয় উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে চাকরিচ্যুতরা আসন্ন ঈদ এবং বর্তমান রমজানে পরিবার নিয়ে বিপাকে পড়েছি। ঈদের আগেই বকেয়া বেতন-ওভারটাইম, ঈদ বোনাসসহ চাকরিতে পুনর্বহাল করতে সংশ্লিষ্ট খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— রহমত উল্লাহ ভুঁইয়া, মো. কামাল উদ্দিন প্রমুখ।

এএইচ/আরআইপি