বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতা বাড়ল
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে থাকা এলাকার আওতা বাড়িয়ে ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান। কৃষি মন্ত্রণালয় এই আইনের খসড়াটি এনেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি একটি রেজুলেশনের মাধ্যমে চলছে। এটার কোনো আইন ছিল না। আমাদের দেশে কর্তৃপক্ষ আইনের মাধ্যমে পরিচালিত হয়। সেই বিবেচনায় এই আইনের খসড়া উপস্থাপন করা হয়।’
তিনি বলেন, ‘খসড়ায় কিছু সংজ্ঞা রয়েছে যেটা রেজুলেশনে নেই। কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সাধারণ যে নিয়ম-নীতি সেগুলো রয়েছে খসড়ায়।’
নতুন আইন অনুযায়ী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে এলাকা হবে সরকার যেটুকু ঘোষণা করবে সেটুকু- জানিয়ে শফিউল আলম বলেন, ‘খসড়ায় বলা হয়েছে বরেন্দ্র এলাকা বলতে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাকে বুঝাবে। অর্থাৎ বৃহত্তর রাজশাহী বিভাগ নিয়ে এই বরেন্দ্র এলাকা গঠিত হবে। আগে এটা ছোট পরিসরে ছিল। এখন দেখা গেছে কাজকর্ম অনেক ব্যাপক হয়েছে, এজন্য এরিয়াটা বাড়ানোর প্রস্তাব এসেছে।’
প্রস্তাবিত আইনে কর্তৃপক্ষের দায়িত্ব আগের মতোই রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটি উপদেষ্টা পর্ষদের প্রস্তাব করা হয়েছে। এটা অলরেডি আছে, এটাকে আইনের আওতায় আনা হয়েছে। কৃষিমন্ত্রী এই পর্ষদের সভাপতি। আরেকটা ছোট পরিসরে থাকবে পরিচালনা পর্ষদ। কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন এই পর্ষদের চেয়ারম্যান।’
উপদেষ্টা পরিষদ নীতি-নির্ধারণ করবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খসড়া আইন অনুযায়ী এই পরিষদ প্রতি বছরে কমপক্ষে একটি সভায় বসবে। আর পরিচালনা পর্ষদ প্রতি ৩ মাসে কমপক্ষে একটি সভায় বসবে।’
আরএমএম/জেএইচ/আইআই