ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পচা গম আমদানিকারকদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবি

প্রকাশিত: ১০:১৩ এএম, ০৪ জুলাই ২০১৫

ব্রাজিল থেকে খাওয়ার ‘অনুপোযোগী’ পচা গম আমদানিকারকদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানিয়েছে খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলন। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য অধিদফতরের জন্য আমদানি করা দুই লাখ টন পচা গম দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরীক্ষাগারে প্রমাণিত এই পচা গম আমদানির সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনে শাস্তি প্রদান করতে হবে।

এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই গম বিতরণ দ্রুত বন্ধের দাবি জানান তারা।

এসএইচএস/পিআর