ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একাদশে ভর্তি জটিলতা নিয়ে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১০:০০ এএম, ০৪ জুলাই ২০১৫

একাদশ শ্রেণিতে ভর্তি সংকট কাটাতে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের বাসায় বৈঠক টি শুরু হয়।

এবার অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম নিয়ে সংকটের মধ্যে পড়েছে শিক্ষা বোর্ড। প্রথম দফায় ভর্তি প্রক্রিয়া শেষ হলেও দু’দিন বাড়িয়ে ভর্তি প্রক্রিয়া এখানো শেষ করা যায়নি। এ পরিস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আগামী সোমবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের আগে বৈঠকে এসব সমস্যার করণীয় নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

বৈঠকে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ছাড়াও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আরএস/আরআইপি