১৪ জুলাইয়ের মধ্যে বেতন বোনাস পরিশোধের দাবি
পোশাক শ্রমিকদের বেতন বোনাস ও অন্যান্য ভাতা আগামী ১৪ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ওর্য়াকার্স পাটির ঢাকা মহানগর কমিটি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করে এ দাবি জানায় দলটি।
দেশ থেকে ঘুষ-দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজটমুক্ত ঢাকা, ঈদে নিরাপদে বাড়ি ফেরা ও ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য পাওনা প্রদানের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নগর কমিটির সভাপতি আবুল হোসেন বলেন, চলতি মাসের ১৪ তারিখের মধ্যে পোশাক শ্রমিকরা যাতে তাদের প্রতিষ্ঠান থেকে বেতন-বোনাস ও অন্যান্য পাওনা পায়-সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, বিগত ঈদগুলোর আগে পোশাক শ্রমিকদের নানা রকম আন্দোলন- সংগ্রাম করে বেতন বোনাস নিতে হয়েছে। সারা বছর কাজ করার পরেও তাদের ঈদে আগে ন্যায্য বেতন বোনাস নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।
বেতন ভাতা দিতে গড়িমসি করলে পোশাক কারখানার মালিকদের শাস্তি বিধানের দাবি জানান তিনি। এছাড়া ঈদের সময় বাসভাড়া বাড়ানো রোধে সরকারের হস্তক্ষেপ চান তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ছাত্রমৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত, নারী মুক্তি আন্দোলনের নেত্রী শিউলী আক্তার প্রমুখ।
এসকেডি/আরআইপি