ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে সাজ সাজ রব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৪ নভেম্বর ২০১৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গোটা উদ্যান জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। উদ্যানের প্রবেশপথে দুটি বড় তোরণ নির্মাণ করা হচ্ছে। উদ্যানের চারপাশে জাতির জনকের ৭১’এর ৭ মার্চের আঙ্গুল উঁচিয়ে ভাষণের সুবিশাল পোস্টার লাগানো হচ্ছে।

uddan

শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, স্বাধীনতা স্তম্ভ সংলগ্ন স্বাধীনতা জাদুঘর প্রাঙ্গণে মঞ্চ তৈরির কাজ চলছে। র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্যানে গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে। আনন্দ শোভাযাত্রা উপলক্ষে আগত নগরবাসীদের বসার জন্য লেক সংলগ্ন ঘাসের মাঠে কার্পেট বিছানো হচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মীরা মাঠের চারদিকে ময়লা আবর্জনা পরিষ্কারে ব্যস্ত। মাঠের চারদিকে রঙ্গিন বাতি লাগানো হচ্ছে। বৃহস্পতিবার রাতে রঙ্গিন বাতির আলো বিমোহিত করেছে পথচারীদের।

uddan

শনিবারের শোভাযাত্রায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয় সভার মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেয়ার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।

এমইউ/এআরএস/আইআই

আরও পড়ুন