সংসদ নির্বাচনের আগেই সবার হাতে স্মার্ট কার্ড
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ভোটারের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। তিনি জানান, একাদশ সংসদ নির্বাচনের আগে সব ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে।’
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ বছর ভোটার নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, এবার ভোটার তালিকা হালনাগাদের মোট ৩৩ লাখ ২৯ হাজার ১৯৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৪১ হাজার ৪৮৪ জন এবং নারী ভোটার নিবন্ধিত হয়েছেন ১৬ লাখ ৮৭ হাজার ৭১৫ জন।
তিনি আরো জানান, ২০১৫ সালের আগাম তথ্যের ভিত্তিতে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে আরো ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন। সব মিলিয়ে এবার ভোটার তালিকায় যোগ হবে ৪২ লাখ ৯১ হাজার ৪৯৫ জন ভোটার। এছাড়া এবার মৃত হিসেবে কর্তন করা হচ্ছে ১৫ লাখ ১৬ হাজার ৩৮ জন ভোটারের নাম। যা মোট ভোটার থেকে কর্তন করা হবে যোগ করেন তিনি।
এইচএস/এসএইচএস/আইআই