মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন বিএনপি নেতা!
পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, দেশে যাতে হানাহানি ও সহিংস রাজনীতির পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সবাইকে কাঁধে কাঁধ রেখে সুস্থ ধারার রাজনীতি করতে হবে। রাজনীতিতে জ্বালাও পোড়াও নীতির কোনো গ্রহণ যোগ্যতা নেই। রাজনীতি আর খাই খাই এক সঙ্গে চলতে পারে না। শুক্রবার মন্ত্রী তার নির্বাচনী এলাকা নাঙ্গলকোটের জোড্ডায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে এসব কথা বলেন।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হওয়ায় উচ্ছ্বসিত হয়ে মন্ত্রী বলেন, আমরা নির্ধারিত সময়ের আগেই মধ্যম আয়ের দেশে রুপান্তর হয়েছি। এর সুফল পেতে হলে রাজনৈতিক পরিবর্তন দরকার। আগে যেভাবে হানাহানি ও মারামারি হয়েছে এটা থেকে সবাইকে দূরে থাকতে হবে। আমাদের সবাইকে পরিকল্পিত রাজনীতি করতে হবে। দেশে যাতে আর হানাহানির রাজনীতি ফিরে না আসে এ জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার আদ্রা, বক্সগঞ্জ, মোকরা, দৌলখাঁড় ও পেরিয়া ইউনিয়নের ২০ গ্রামে এই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নাঙ্গলকোটের সব রাস্তাঘাট উন্নত করা হবে। ওই অনুষ্ঠানে স্থানীয় প্রায় ২০০ জন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী মন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
অনুষ্ঠানে মন্ত্রী নিজের হাতে বিদ্যুতের উদ্বোধনী সুইচ না টিপে স্থানীয় জোড্ডা ইউনিয়ন বিএনপি নেতা শরিফুল ইসলামের হাত দিয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করান। এতে পুরো অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে উঠে।
কামাল উদ্দিন/এমএএস/আরআই