ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শুক্রবার যেন এক অন্যরকম বসুন্ধরা

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৩ জুলাই ২০১৫

বিকাল ৫টা ১৫ মিনিট। ঢাকা যেন থমকে আছে। বিশাল গাড়ি বহরের একটি গাড়ির চাকাও ঘুরছে না। ২০ মিনিট পর ট্রাফিক পুলিশ অন্যপাশে সিগন্যাল দিতেই এপাশের মুহূর্মুহু হর্ন বেজে উঠলো। দম বন্ধ হওয়া যানজট পার হতে সবাই যেন মরিয়া।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটির সামনে বিকেলের চিত্র এটি। সকাল থেকেই এমন অবস্থা বলে জানালেন পান্থপথ সিগন্যালের দায়িত্ব থাকা ট্রাফিক পুলিশ। ঢাকার সমস্ত রাস্তা যেন মিলে গেছে পান্থপথের রাস্তার পাশে বসুন্ধরা সিটির অভিমুখে।

সাধারণত শুক্রবার ছুটির দিন বিকেলে রাজধানীর শপিংমলগুলো ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু রমজানের দ্বিতীয় ছুটির দিনে সকাল বেলা থেকেই অভিজাত শ্রেণির এই শপিংমলটি ক্রেতা সাধারণে ভরে ওঠে।

সপ্তাহের অন্য দিন থেকে শুক্রবার এক ঘণ্টা আগেই বসুন্ধরা সিটি শপিংমলের গেট খুলে দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবারের জন্য মলটির প্রস্ততিও ছিল অন্য দিনের থেকে আলাদা।

জানা যায়, বৃস্পতিবার রাত ১টা পর্যন্ত পণ্যের বেঁচাকেনা হয় বসুন্ধরা সিটিতে। তবে ওই রাত ১টার পরও দোকান মালিক-কর্মচারীদের অবসর নেয়ার ফুসরত হয়নি। পণ্যের পসরা সাজাতে ব্যস্ত থাকতে হয়েছে শেষ রাত পর্যন্তও। দিনভর বেঁচাকেনাও হচ্ছে বেশ।

বেঁচাকেনা যে জমে উঠেছে, তা লিফটের সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘ সারি থেকেই ঠাহর করা যায়। চলন্ত সিঁড়িগুলো ক্রেতাদের ভিড়ে একেবারে ঠাসা। মনে হচ্ছে, গোটা শপিংমল-ই যেন ঈদবাজার।

বসুন্ধরা সিটির লেভেল সেভেনে বাটা জুতার শো-রুম। ম্যানেজার ইকবাল হোসেন বলছিলেন, আজ প্রায় এক কোটি টাকার বিক্রি করার টার্গেট নিয়েছি। বিক্রি হবে বলেও আশা করছি। সকাল থেকেই বেঁচাকেনা জমে উঠেছে। মাসের শুরু এবং ছুটির দিন হওয়ার কারণেই ক্রেতার সংখ্যা অনেক বেশি। মধ্যরাত পর্যন্ত বেঁচাকেনা চলবে বলে আশা করছি।

লিফটে উঠতে উঠতেই কথা হয় অমিয় নামের এক ক্রেতার সঙ্গে। স্ত্রী এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন ঈদের কেনাকাটা করতে। জাগো নিউজকে বলছিলেন, ব্যাংকে চাকরি করার কারণে গোটা রমজান মাসই ব্যস্ত থাকতে হচ্ছে। স্ত্রী, সন্তানদের এ সপ্তাহেই গ্রামে পাঠাবো। এ কারণে আর সময় নিতে চাইনি। প্রয়োজনীয় কেনাকাটা আজ ছুটির দিনেই শেষ করতে চাইছি।’

তবে অমির মতো অনেকেই কেনাকাটা এখনই শেষ করতে বিশ্বাসী নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে সবে চাকরিতে যোগদান করেছেন আবু তালহা শামীম। তিনি মূলত ঘুরতে এসেছেন। বলছেন, ঈদ উপলক্ষে কিছু একটা তো কিনতেই হবে। তবে আজ দেখতে এসেছি। পছন্দ করে যাই, সময় করে পরে কেনা যাবে।

এসএসএস/বিএ/আরআই