ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যমুনার তলদেশ দিয়ে টানেল নির্মাণে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৩ জুলাই ২০১৫

যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠান। শুক্রবার সকালে জিজিয়াং কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের একটি প্রতিনিধিদল হংকং সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ আগ্রহের কথা জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানটি জি-টু-জি ভিত্তিতে এ টানেল নির্মাণে তাদের আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী এ সময় আগ্রহী প্রতিষ্ঠানকে দেশের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রস্তাব প্রেরণের পরামর্শ দেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রুহুল আমিন সিদ্দিক, হংকং-এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম সারওয়ার মাহমুদসহ সফররত প্রতিনিধিদলের সদস্যগণ উপস্থিত ছিলেন। নির্মাণ প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক শেন ডি ফা ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এসআইএস/একে/আরআই