ঈদে খুলনা ঢাকা রুটে বিশেষ ট্রেন
ঈদে ঘর মুখো মানুষের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে ঢাকা-খুলনা রুটে ঈদের আগে ও পরে মোট ১০ দিন স্পেশাল ট্রেন সার্ভিসের সিদ্ধান্ত নিয়েছে রেলে কর্তৃপক্ষ। এছাড়া পাঁচটি ট্রেনে বগির সংখ্যা বাড়ানোরও পরিকল্পনাও রয়েছে ।
যাত্রীদের চাপ সামলাতে ঈদের আগে ৩ দিন ও ঈদের পরের ৭ দিন খুলনা-ঢাকা রুটে চলবে ঈদ স্পেশাল নামে আরেকটি ট্রেন। ট্র্রেনটি খুলনা স্টেশন ছাড়বে সকাল সাড়ে ১০ টায়। ওই ট্রেনের ৯টি বগিতে আসন থাকবে প্রায় ছয়শ।
ঈদ-স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্তে খুশি যাত্রীরা। তবে তাদের অভিযোগ, প্রতি বছরই ঈদের সময় কালোবাজারে বিক্রি হয়ে যায় অনেক টিকিট। এছাড়া বিপর্যয় ঘটে ট্রেনের শিডিউলের। এ নিয়ে এবারও উৎকন্ঠায় যাত্রীরা।
তবে রেলওয়ে কর্মকর্তারা বলছে, ট্রেনের শিডিউল ঠিক রাখা এবং টিকিট কালোবাজারি ঠেকাতে থাকবে কড়া নজরদাড়ি। এছাড়া ঈদ উপলক্ষে ৫টি আন্তঃনগর ট্রেনে একটি করে বগি বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা