ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাহরাইন থেকে নির্মাণ শ্রমিক নিয়ে এলেন পৌনে ৭ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২০ নভেম্বর ২০১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৬.৭ কেজি স্বর্ণ উদ্ধারসহ একজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম।

সোমবার সকাল ৯টায় আলম (৪৫) নামে এক যাত্রী বাহরাইন থেকে গালফ এয়ারের জিএফ ২৪৮ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার পর তার ল্যাগেজ স্ক্যান করে স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক আলমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম। জাগো নিউজকে তিনি জানান, কম্বলের ভিতর থেকে ৫৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোট স্বর্ণের ওজন ৬ কেজি ৭শ গ্রাম; যার মূল্য প্রায় ৩ কোটি ৩৫লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম জানিয়েছেন, একই এলাকার পরিচিত বন্ধু হায়দার তাকে কম্বলটা দেয় এবং বলে যে হায়দারের বাড়ির লোক তার কাছ থেকে কম্বলটা নিয়ে যাবে। বাহরাইনে হায়দারের সাইকেল মেরামতের দোকান আছে।

মামলা দায়েরের পর আলমকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হবে।

জেইউ/এনএফ/এমএস

আরও পড়ুন