ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-মাসকট রুটে ফ্লাইট বাড়াবে ওমান এয়ার

প্রকাশিত: ১০:২৮ এএম, ০২ জুলাই ২০১৫

বাণিজ্য ও ভ্রমণের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ রুটে আরো বেশি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওমান এয়ার। আগামী আগস্ট থেকে দুই দেশের নাগরিকরা ওমান এয়ারের এ সেবা পাবেন।

নতুন এ সেবা ইতোমধ্যে ভারতের গোয়া, সিঙ্গাপুর, ফিলিপাইনের ম্যানিলা এবং ইন্দোনেশিয়ায় চালু রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ওমান এয়ারের এ সেবা চালু রয়েছে।

নতুন এ সেবা চালু হলে যাত্রীরা সপ্তাহে চারদিন এ-৩৩০ বিমানে করে মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত করতে পারবে। এছাড়া বাংলাদেশের রিজেন্ট এয়ারওয়েজও খুব শিগরিরই ঢাকা-মাসকট এবং মাসকট-ঢাকা রুটে বিমান চালু করবে বলে জানিয়েছে।

এ সম্পর্কে বাংলাদেশ সামাজিক ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, নতুন এ সেবা চালু হলে ওমানে কর্মরত প্রায় ৫ লাখ ৫০ হাজার বাংলাদেশি উপকৃত হবে। নতুন এ উদ্যোগের ফলে মুসলিম ভ্রাতৃপ্রতীম দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসআইএস/আরএস/আরআইপি