নিম্নমধ্য আয়ে পরিণত হওয়ায় বার্নিকাটের অভিনন্দন
বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ অভিনন্দন জানান তিনি। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বর্তমান সরকারের নেতৃত্বের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছে বলে বিশ্বব্যাংক বুধবার তথ্য প্রকাশ করে। বাংলাদেশের সঙ্গে কেনিয়া, মিয়ানমার ও কাজাকিস্থানও নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছে।
এসকেডি/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ সেই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করলো র্যাব, অপহরণকারী গ্রেফতার
- ২ দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর
- ৩ আসল-নকল চেনা দায়, প্রসাধনীর বাজারে নজর নেই বিএসটিআইয়ের
- ৪ সূত্রাপুরে সাংবাদিকের বাসার গ্রিলকেটে ২০ ভরি সোনা ও টাকা চুরি
- ৫ সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়ানো ইটের ব্যবহার: রিজওয়ানা হাসান