ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দু’এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৯ নভেম্বর ২০১৭

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এটি এখন মৌসুমী লঘুচাপ হিসেবে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস রোবাবার সকালে জাগো নিউজকে জানান, লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তিনি বলেন, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস এবং দেশের কোথাও কোথাও শেষ রাত থেকে ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

রোববার সকাল ৯টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪%। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিট এবং আগামীকাল (সোমবার) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৭ মিনিটে

এমএমজেড/এমএস

আরও পড়ুন